‘মানুষের কাছে গিয়ে ভালো সর্ম্পক গড়ে তুলুন’
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৭, ১৬:৫৯
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ এলাকায় জনসংযোগ চালানো, মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে ভালো সর্ম্পক গড়ে তুলুন।
বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ কথা বলেন।
তিনি সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করে কাজ কথার নির্দেশনা দেন বলেও জানা গেছে।
বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশ তৈরি করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে দলটি।
আগামি ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের মত বিনিময় কালে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে।
বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করতে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ প্রস্তাব দিবে বলে আলোচনা হয়েছে বৈঠকে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।