বাল্যবিয়ে: আগৈলঝাড়ায় ২ জনের কারাদণ্ড

প্রকাশ : ০৮ জুন ২০১৬, ২১:২৪

জাগরণীয়া ডেস্ক

বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে দুই জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেবী চন্দ বাল্যবিয়ে দেওয়ার অপরাধে সোমবার (৬ জুন) সুজন সরদারের বাবা কমল সরদার ও রুমা বেপারীর মামা আল আমিন সরদারকে এই দণ্ড প্রদান করেন। 

প্রশাসনিক সূত্র জানায়, গত ২ জুন উপজেলার বাশাইল গ্রামের বাবুল বেপারীর মেয়ে রুমা খানমের (১৬) সঙ্গে একই গ্রামের কমল সরদারের ছেলে সুজন সরদারের (২১) বরিশালের নোটারী পাবলিকের মাধ্যমে রুমার বয়স ১৯ বছর দেখিয়ে বিয়ে হয়। ওই দিনই বরিশালের এক কাজীর মাধ্যমে এ বিয়ে কাবিন করানো হয়। বরিশালে বিয়ের পর বাবুল বেপারীর বাড়ি উভয় পরিবারের লোকজন বিয়ের অন্যান্য অনুষ্ঠান কার্যকর করলে স্থানীয়রা এ ঘটনা প্রশাসনকে জানায়। পরে তারা নিজেদের বাঁচতে কৌশলে ওই দিনই বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাজী নিজাম উদ্দিনকেও মোটা অংকের টাকায় ম্যানেজ করে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের কাবিন নামা তৈরি করেন। কাজী নিজাম উদ্দিন ১৫শ টাকা ফি নিয়ে ৪৩নং পাতায় ১/ঘ ক্রমিকে তাদের বিয়ের রশিদ প্রদান করেন। 

উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসক বরিশাল জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা দেওয়ার পরেও বিভিন্ন স্থানে প্রশাসনের চোখ এড়িয়ে একশ্রেণির অর্থলোভী সুবিধাবাদী প্রভাবশালী লোকজন বাল্যবিয়ে দিচ্ছে। তবে অনেক বিয়ের কোন প্রমাণ না থাকায় প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত