৩ মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৪:৫৪

জাগরণীয়া ডেস্ক

নীলফামারীর ডিমলায় অপহৃত স্কুলছাত্রী তিন মাস তিনদিন পর একই জেলার ডোমার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী সেলিম ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সেলিমকে মঙ্গলবার (৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে ওই দিনই নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ছাত্রীটির ডাক্তারী পরীক্ষা শেষে আদালতের নির্দেশে অভিভাবককে কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মামলার সূত্র জানা যায়, ডিমলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের ইছাহাক আলীর মেয়ে শালহাটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী আখি মনি আক্তার (১৫) চলতি বছরের ৩ মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ হয়। তাকে পাশ্ববর্তী ডোমার উপজেলা মৌজা পাঙ্গা গ্রামের হাসান আলী ছেলে সেলিম ইসলাম (২৬) অপহরণ করে। এ ঘটনার ছাত্রীটির নানা বাহাউদ্দিন বাদি হয়ে ডিমলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী ডিমলা থানার সেকেন্ট অফিসার শাহাবুদ্দিন ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সময় ডোমার বাসস্ট্যান্ড থেকে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করা হয়। পরে আদালত অপহরণকারীকে জেল হাজতে পাঠায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত