কেরানীগঞ্জে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:২২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৩০

অনলাইন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সাবিনা বেগম (৩০) নামে তিন সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে তার স্বামী খোরশেদ আলম (৪০) কে আটক করেছে পুলিশ।   

কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার হজরতপুর ইউনিয়নের ইটাভাটা গ্রামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয় সাবিনা'র লাশ।     

এসআই মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাবিনার মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।  

"সাবিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।"  

এসআই মনিরুজ্জামান আরও জানান, রবিবার (১৮ ডিসেম্বর) রাতেই সাবিনার স্বামী খোরশেদ আলমসহ চারজনের নামে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন নিহত সাবিনার বড় ভাই স্বপন।   

লাশ উদ্ধারের পরপরই প্রধান আসামি খোরশেদ আলমকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।