'গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বর্তমান বিশ্বে উত্তম'

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬, ০০:৫৮

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী মন্তব্য করেছেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বর্তমান বিশ্বে উত্তম।

তিনি বর্তমান তরুণ সমাজকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলতে কমনওয়েলথ পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

লন্ডনে ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনের ষষ্ঠ দিনে অনুষ্ঠিত জেনারেল এসেম্বলিতে শুক্রবার (১৬ ডিসেম্বর) চেয়ারম্যানের বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। 
 
সিপিএ সারাবিশ্বের ১৮৫টি পার্লামেন্ট সদস্য ও আইন প্রণয়নকারী সংস্থার সদস্যদের একটি মিলনক্ষেত্র উল্লেখ করে শিরীন শারমিন বলেন, এতে উন্নত, স্বল্প উন্নত ও ক্ষুদ্র-ক্ষুদ্র রাষ্ট্রের পার্লামেন্ট সদস্যগণ রয়েছেন। সিপিএ'র এ বহুমুখীতা একে সমৃদ্ধ করেছে, যা সংসদ সদস্যগণের জন্য উদ্ভাবনী চিন্তার ক্ষেত্র তৈরি করে দিয়েছে।

সম্মেলনে সিপিএ'র ৯টি অঞ্চল-আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ দীপপুঞ্জ ও ভূমধ্যসাগরীয়, কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকান এন্ড আটলান্টিক, ভারত, প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ৫২টি দেশের স্পিকার, সংসদ সদস্য ও সংসদ স্টাফ প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি একথা জানানো হয়। 

সূত্র : বাসস