পলাশবাড়িতে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৫
গাইবান্ধার পলাশবাড়িতে বাল্যবিয়ের স্বীকার সুমি আকতার (১৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাট হরিপুর গ্রামের বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমি আকতার পলাশবাড়ি উপজেলার রওশনবাগ গ্রামের আশরাফ আলীর স্ত্রী ও মাঠেরহাট হরিপুর গ্রামের আবদুল গোফফার মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, আট মাস আগে প্রেম সূত্র ধরে একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আশরাফের সাথে পালিয়ে যায় সুমি। পরে তারা গোপনে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। কয়েকদিন আগে সুমি তার বাবার বাড়ি আসে। সুমিকে রেখে শনিবার পরিবারের লোকজন দাওয়াত খেতে সাদুল্যাপুরে যায়। এরমধ্যে যেকোনো সময় সুমি নিজ ঘরের তীরের (ধর্ণা) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে সন্ধ্যায় পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুমির মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে সুমির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।