ধানমন্ডিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ
প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় গ্যাসের চুলা বিস্ফোরণে মাহফুজা সুলতানা পলি নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ পলির ভগ্নিপতি আবুল বাশার টুকু সাংবাদিকদের বলেন, ভোরে রান্নাঘরে পানি গরম করতে যায় পলি। এসময় গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় রান্নাঘরে। এতে তার শরীর আগুনে পুড়ে যায়। পরে সকাল পৌনে আটটার সময়ে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ মাহফুজা সুলতানা পলির স্বামীর নাম মো. মোশাররফ হোসেন। ধানমন্ডির চার নম্বর সড়কের, ২৭ নম্বর বাড়ির চতুর্থ তলায় স্বপরিবারের বাস করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের ভাষ্যমতে পলি'র শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।