মিতু হত্যা তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতি নেই
প্রকাশ | ০৭ জুন ২০১৬, ২৩:৫৪
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনা তদন্তে পুলিশ এখনও মূল জায়গায় পৌঁছাতে পারেনি। আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।
তিনি বলেন, আমরা এখনও মূল জায়গায় পৌঁছাতে পারিনি, এটিই বাস্তবতা। দৃশ্যমান সে ধরনের কোন অগ্রগতি নেই। চতুর্দিকে সবকিছু পর্যবেক্ষণ করে এটাকে বিশ্লেষণ করছি। যেহেতু মূল জায়গায় আঘাত হানতে হবে তাই সে জায়গাটাতে একটু সময় নিচ্ছি আমরা। চেষ্টা করছি জায়গায় পৌঁছানোর জন্য।
তিনি আরও বলেন, শুধু সিসিটিভির ফুটেজ পুলিশের একমাত্র ভরসা নয়। ঘটনার আরও অনেক ছবি সংগ্রহ করেছে পুলিশ। ঘটনা তদন্তে পুলিশের সব ইউনিট সমান গুরুত্ব দিয়ে কাজ করছে এবং চেষ্টা করছে মূল জায়গায় পৌঁছাতে।
পুলিশ কমিশনার বলেন, যে জিনিসটা আমাদের দরকার, সে বিষয়টাতেই আমরা কাজ করছি। যেকোনো দৃষ্টিভঙ্গি থেকে গৃহবধূর ওপর আক্রমণ হলো। সে জায়গাটা বিশ্লেষণ করেই আসলে কারা করে বা কারা করতে পারে, সেখানে পৌঁছে যাব। এ লক্ষ্য নিয়েই আসলে আমরা কাজ করছি।
এর আগে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান কমিশনার।