'জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে পেরেছি'

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬, ১৮:২৭

অনলাইন ডেস্ক

আমরা সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে পেরেছি, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটিকে বিছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেওয় হবে না।’ 

এ সময় তিনি জঙ্গিবাদের কারণ ও তা নিমূর্লের উপায় খুঁজে বের করার তাগিদ দেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।