মহাখালী সাততলা বস্তিতে মধ্যরাতে অগ্নিকাণ্ড
প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৬, ০৯:৫০
ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর।
রবিবার (১১ ডিসেম্বর) রাত ১২টা নাগাদ রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টানা দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া দুইটার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষ। ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ঠিক কি কারণে এই আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
মহাখালীর এই সাততলা বস্তিটি মূলত স্বাস্থ্য বিভাগের জমি অবৈধ উপায়ে দখল করে গড়ে তোলা হয়েছে। বস্তিটিতে প্রায় সাতশ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস। তবে গতরাতের অগ্নিকান্ডে বস্তিটির প্রায় শতাধিক ঘর ভস্মীভূত হয়ে গেছে।
উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখ মহাখালীর অপর এক বস্তি কড়াইলে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত না হলেও শতাধিক ঘর পুড়ে যায়।