খুনিদের কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
প্রকাশ | ০৭ জুন ২০১৬, ১৬:০২
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুনে দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আমরা রেহাই দেব না। খুনিরা ধরা পড়বে। তারা রেহাই পাবে না।
সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী সোমবার (৬ জুন) বিকালে মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল। পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করা হল। তার তো কোনো দোষ ছিল না। বাচ্চার সামনে থেকে তার মাকে টেনে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, নৃশংস এ খুনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চলছে। এটা আমি বলতে পারি, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বে। তাদের আমরা রেহাই দেব না।
সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান সব সময় সুদৃঢ় এমন মন্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এর আগে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করল। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে। আর এখন হচ্ছে গুপ্তহত্যা।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় আছে। বাংলাদেশের মানুষের অবস্থা এখন অনেক ভালো। দারিদ্র্যের হার অনেকটা কমে গেছে। রিজার্ভ, মাথাপিছু আয় বেড়েছে।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের বেশ কয়েকজন বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত শুক্রবার সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ জুন) সকালে মদিনা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, গত রবিবার (৫ জুন) চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত করে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।