নাসিক নির্বাচন: মাঠে কেন্দ্রীয় নেতারাও
প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৬, ১৩:০১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬, ২৩:০৩
নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটের মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এরই মধ্যে নারায়ণগঞ্জে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। ২২ ডিসেম্বর ভোটের আগে বন্দরনগরীতে যাওয়ার কথা রয়েছে আরো অনেক কেন্দ্রীয় নেতার।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরো কয়েকজন নেতার মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে। প্রচারণায় নামার আগে নগরীর ডায়মন্ড চত্বরে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় নেতারা।
একই সময়ে জাতীয় ক্রীড়া পরিবারের সাবেক ফুটবলার বাদল রায়, আসলাম হোসেনসহ কয়েকজন সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠকের নগরীর দুই নম্বর গেটের জেলা আওয়ামী লীগ অফিসে আসার কথা রয়েছে। তাঁরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভীর গণসংযোগে অংশ নেবেন বলে জানিয়েছেন আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জহির হোসেন।
এদিকে আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন নগরীর কলেজ রোড, জামতলাসহ ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। আর নৌকা প্রতীকে ভোট চাইতে সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় গণসংযোগ চালাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী।