প্রতারণার অভিযোগে কলেজছাত্রী আটক
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬, ২২:৩১
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক কলেজছাত্রীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তার নাম মনিকা এক্কা (১৭)। সে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সরেস এক্কার মেয়ে এবং গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী।
উপজেলা সদরের বারোয়ারী বটতলা এলাকা থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রাতে তাড়াশ বাজারে ডিনা ফটোস্ট্যাট দোকানের মালিক মাসুদ রানাকে একটি নম্বরে ৩০ হাজার টাকা পাঠানোর কথা বলে মনিকা। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে মাসুদ টাকা পাঠাতে অস্বীকৃতি জানায়।পরে পাশের একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ওই কলেজ ছাত্রী বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠায়। এরপর বেশকিছু সময় পার হয়ে গেলেও মনিকা দোকান মালিক শফিকে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর রহমান জানান, ওই কলেজ ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।