‘বিমানের ত্রুটি টেকনিক্যাল নয় মনুষ্যসৃষ্ট’
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৪৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬, ২২:০২
সম্প্রতি হাঙ্গেরি সফরকালে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানের ত্রুটিজনিত সমস্যা টেকনিক্যাল কোনো ব্যাপার নয়, এটি মনুষ্যসৃষ্ট বলে মনে করেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সংসদ নেতার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটি যে কোনোভাবে মানুষের দ্বারা সৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা বিমানের ব্যাপারে বলেছেন। হ্যাঁ, এর আগে আমি যখন আসলাম। রানওয়েতে বেশ কিছু ডেবরি (ধ্বংসাবশেষ) পড়েছিল। ওই অবস্থায় প্লেন ল্যান্ড করলে প্লেনটা সঙ্গে সঙ্গেই একেবারে উড়েই যেত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই যথাসময়ে পাইলট এটি দেখেছে এবং ব্যবস্থা নিয়েছে। আমাদের এসএসএফও গেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। এর পর অবতরণ করা হয়েছে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘এবারও বিমানের স্ক্রু ঢিলার যে বিষয়টি হয়েছিল, তা বোয়িং কোম্পানির কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তারা বলেছে, তাদের ৬ হাজার প্লেন বিশ্বব্যাপী চলছে। এ ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। কাজেই এটি সন্দেহ করা হয়। এটি কোনো টেকনিক্যাল ব্যাপার নয়, মনুষ্যসৃষ্ট।’
তিনি বলেন, ‘আমি আমার কথা চিন্তা করি না। আমার সহযাত্রী ছিল তাদের জন্যই আমার চিন্তা বেশি।’