'রাষ্ট্রপতির কথা মতোই নির্বাচন কমিশন'

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:০১

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি যেভাবে বলবেন সেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সংসদের ১৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মাননীয় রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আলাপ আলোচনা করবেন। সকল দলের সঙ্গে আলোচনা করে তিনি যেভাবে চাইবেন সেই ভাবে নির্বাচন কমিশন গঠন করবেন। 
 
তিনি বলেন, “মহামান্য রাষ্ট্রপতি কী করেন সেটা আমরা দেখব এবং সেইভাবে আমরা মেনে নেব।”

উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে কারা থাকবেন তা নিয়েই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা। এর আগে ২০০৪ সালের ৫ জানুয়ারির ভোট বর্জন করে আসা বিএনপি বলছে, কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ‘সরকারের আজ্ঞাবহ’। নতুন নির্বাচন কমিশন এই ধারা থেকে বেরোতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এজন্য ‘শক্তিশালী’ নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ওই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বঙ্গভবনে, বিদেশ সফরে থাকা রাষ্ট্রপতিও বিষয়টি নিয়ে বিজয় দিবসের পর দলগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন।