কল্যাণপুর অভিযান: তদন্ত প্রতিবেদন ১৯ জানুয়ারি
প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬, ১৬:১৯
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় র্যাব পুলিশ ও সোয়াতের সম্মিলিত অভিযানে হতাহতের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। মামলার তদন্তে নিয়োজিত পুলিশের কাউন্টার টেররিজম প্রতিবেদন না দেওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ গত ২৫ জুলাই রাতভর এবং সকালে অভিযান চালায়। সকালের এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ।