চট্টগ্রাম ফুঁসছে মিতু হত্যার প্রতিবাদে
প্রকাশ | ০৬ জুন ২০১৬, ১৯:২২ | আপডেট: ০৬ জুন ২০১৬, ১৯:৩২
সন্তানকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে চট্টগ্রাম।
রবিবার (০৫ জুন) সকাল ৭টা নাগাদ চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় সন্তানের সামনে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন সদ্য পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারে নিযুক্ত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ওরফে মিতু আক্তার। এ ঘটনায় খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে চট্টগ্রামসহ সারা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া মন্তব্য, সমালোচনা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও সহমর্মিতা।
ঘটনার পরপরই রবিবারেই (০৫ জুন) তাৎক্ষণিকভাবে অনেকেই বেশ কয়েকটি বিক্ষোভ মিছিলও করেছে চট্টগ্রামে। জঙ্গিদমনে অসীম সাহসী ভূমিকা রাখা এসপি বাবুল আক্তার চট্টগ্রামসহ সারাদেশে বেশ জনপ্রিয়। তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে একের পর এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা আসতে থাকে গণমাধ্যম কার্যালয়গুলোতে।
মঙ্গলবার (৭ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে মোবাইল ফোনে এসএমএস আসে সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে।
এ মানববন্ধন প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, ‘সচেতন নাগরিকদের আস্থা ফিরিয়ে আনতে জীবনবাজি রেখে একের পর এক সফল অপারেশন করেছিলেন বাবুল আক্তার। তারই পরিণতি হিসেবে তার স্ত্রী টার্গেট কিলিং লিস্টে চলে এসেছেন। আমরা রাজপথে মানববন্ধন করবো, সৎ-সাহসী পুলিশ অফিসারদের মনোবল অটুট রাখতে। তারা যাতে উপলব্ধি করতে পারে সাধারণ মানুষ তাদের পাশে আছে। থাকবে।’
এদিকে শুক্রবার (১০ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডাক দিয়ে ফেসবুকে আরেকটি ইভেন্ট তৈরি করে আমন্ত্রণ জানানো হয়। ‘সন্তানের পায়ে মায়ের রক্ত। মেনে নেওয়া যায় না…। চলে আসুন আগামী ১০ তারিখ শুক্রবার, বিকেল তিনটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে’ এ লেখাগুলোর সাথে ছোট পায়ের রক্তাক্ত এক জোড়া জুতার ছবি দিয়ে ইমেইল, ফেসবুক ইনবক্স, ওয়ালে এভাবেই আমন্ত্রণ জানানো হয় মানববন্ধনে।