রাজধানীতে বাসের ধাক্কায় তরুণী নিহত

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৬, ১২:৩৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:০১

অনলাইন ডেস্ক

রাজধানীতে বাসের ধাক্কায় পমা (২২) নামের এক তরুণী নিহত হয়েছেন। নিহত পমা যশোর সরকারি কলেজের ছাত্রী। দুর্ঘটনায়  গুরুতর আহত হয়েছেন হাসান (২৫) নামের এক মোটরসাইকেল চালক।  হাসানের মোটরসাইকেল পমা আরোহি হয়ে যাচ্ছিলেন। 

সোমবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টা মোহাম্মদপুর এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সানাউল হক  জানান, বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রিমা উদ্যানের দিক থেকে গণভবনের সিগন্যালের দিকে আসছিল মোটরসাইকেলটি। সিগন্যালের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পমা নামের মোটরসাইকেলের আরোহী তরুণী মারা যান। 

মোটরসাইকেলের চালক হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন পথচারীরা।
  
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।