শৈলকুপায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রকাশ | ০৬ জুন ২০১৬, ১৪:২০
অনলাইন ডেস্ক
ঝিনাইদহের শৈলকুপার চরলক্ষ্মীপুর গ্রামে দিনা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুন) সকালের দিকে তার শ্বাসরোধ করা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
দিনা খাতুন ওই গ্রামের তুহিনের স্ত্রী। সে শৈলকুপার নাকোল গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের মেয়ে।
দিনার চাচাতো ভাই তোজাম হোসেন অভিযোগ করেন, তার বোনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর ঘরের আড়ায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। দিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দিনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।