‘দল-মতের ঊর্ধ্বে থেকে উন্নয়ন করেছি’
প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৬, ১৫:৫৫
‘আমি উন্নয়ন মুখ দেখে করি নাই। আমার কাছে যে যখন গিয়েছে, জিজ্ঞাসা করি নাই কে আপনি, কোথায় থাকেন, কোন দল করেন। আপনাদের সমস্যা শুনে যেটা সঠিক ও ন্যায়সঙ্গত মনে হয়েছে সেটাই করে দিতে চেষ্টা করেছি। আপনাদের জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করেছি। তাই এ নৌকা আপনারাই নির্বাচিত করবেন।’
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের শহীদনগর ডিআর এলাকায় নারীদের সঙ্গে উঠান বৈঠকে এসব কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। যিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী।
আইভী আরো বলেন, ‘অনেক বড় বড় সমস্যা সমধান করে উন্নয়ন করেছি। আপনাদের এসব সমস্যা তো অনেক ছোট সমস্যা। এ এলাকার এতোগুলো ড্রেন, রাস্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি। বাকী কাজগুলোও আগামীতে করে দিবো। এখানে যে রাস্তার কাজ বাকি আছে সেগুলো দু’বার টেন্ডার দিয়েও কাজ করতে পারি নাই। তবে আগামীতে এসব সমস্যা সমাধান করবো।’
মঙ্গলবার আইভী শহীদ নগর ডিয়ারা এলাকার তিনটি মহল্লায় নারীদের সঙ্গে উঠান বৈঠক করেন। এছাড়াও শহীদ নগর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গেও কথা বলেন।