বাউফলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ | ০৫ জুন ২০১৬, ২০:৪৯
পটুয়াখালীর বাউফল উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মো. কবির হোসেন শিকদার ওরফে কুট্টি শিকদারকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিশেষ জজ আদালত। ২০০৭ সালে হত্যার শিকার ঐ নারীর নাম মর্জিনা বেগম।
রোববার (৫ জুন) বিজ্ঞ বিচারক বাসুদেব রায় এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২০০৭ সালে পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া গ্রামে কবির ও তার স্ত্রী মর্জিনা মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে প্লাস্টিকের রশি দিয়ে মর্জিনার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
এ ব্যাপারে মর্জিনার বাবা বাদি হয়ে কবিরের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত রোববার এ রায় দেন।