‘ঘরে বাইরে সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা চাই’
প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৬, ১৯:০৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৬, ১৯:২২
সব জায়গায় নারী নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।
শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তোমার আমার এক কথা, সব নারীর নিরাপত্তা’ এই স্লোগানে আয়োজিত অবস্থান কর্মসূচি পালনকালে এ দাবি জানান সংগঠনটির মিডিয়া অ্যান্ড ইনফরমেশন অফিসার এনি হামিদ।
তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের নারী নির্যাতন বন্ধ করতে হবে।একজন অপরাধীকে যেন বিচারের আওতায় আনা যায় সেজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমরা ঘরে বাইরে সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা চাই।’
অবস্থান কর্মসূচিতে সংগঠনটির কো-অর্ডিনেটর জাহিদা সুলতানা বলেন, নারীর প্রতি বর্বরোচিত আচরণ পরিত্যাগ করতে হবে। এ ছাড়া বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।’
নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১৬ দিনের প্রচারাভিযান ও নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং কর্মসূচিতে কয়েকশ নারী প্লেকার্ড-ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন।