অনুপ্রবেশকালে ৮ নৌকা ও ১০৭ রোহিঙ্গাকে ফেরত
প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৩৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৪১
রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই ৮ টি নৌকা ও উখিয়া সীমান্ত থেকে ১০৭ জনকে ফেরত দিয়েছে বিজিবি।
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ৮ টি ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করছে খবর পেয়ে সাগরের টহল দলকে বিষয় টি অবহিত করা হয়। এরপর সকাল ১০ টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে ওই ৮ নৌকাকে মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়।
কক্সবাজারে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার সকালে উখিয়ার কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা এ দেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ১০৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তার মধ্যে ৩০ জন পুরুষ, ২৯ নারী ও ৪৮ জন শিশু রয়েছে।