খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ ১ ডিসেম্বর
প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৬, ১৪:৩৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহের মামলায় আগামী ১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিন তাকে দারুস সালাম থানার নাশকতার মামলায়ও আদালতে হাজির হতে বলা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে সময়ের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে বেগম জিয়াকে ১ ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’