বগুড়ায় বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৬, ১৫:১১
বগুড়ার ধুনটের নিত্তিপোতা গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবেশী রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওই কিশোরীর মা মামলা করেছেন। তবে পুলিশ এখনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, শাজাহানপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিন বখাটের বিরুদ্ধে মামলা হয়।
অভিযোগে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই কিশোরী নিত্তিপোতা গ্রামের এক কাঠ মিস্ত্রির মেয়ে। মা ঝিয়ের কাজ করেন। গত ১ নভেম্বর সকালে মা ও মেয়ে গ্রামের নুর মোহাম্মদ বেনুর বাড়িতে কাজে যান। বেলা ১২টায় মা জরুরি প্রয়োজনে কিশোরী মেয়েকে রেখে নিজ বাড়িতে ফেরেন। ওই বাড়িতে সেসময় কেউ না থাকায় দিনমজুর প্রতিবেশী রেজাউল করিম (৩৬) কিশোরীকে ধর্ষণ করে। গৃহকর্ত্রী টের পেয়ে চিৎকার দিলে রেজাউল করিম পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে গ্রামের মাতবররা মিমাংসার উদ্যোগ নেন। বুধবার (২ নভেম্বর) রাত পর্যন্ত মিমাংসা না হওয়ায় নির্যাতিত কিশোরীর মা বৃহস্পতিবার সকালে ধুনট থানায় আসেন। তিনি ধর্ষণের অভিযোগে রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করেন।
ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, বগুড়ার শাজাহানপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিন বখাটের বিরুদ্ধে মামলা হয়। বুধবার রাতে ওই ছাত্রীর বাবা শাজাহানপুর থানায় মামলা করেন।