নার্গিসের মাথা ও বামহাতে ফের অস্ত্রোপচার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৬, ১৮:০১ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৬, ১৮:২০

অনলাইন ডেস্ক

সিলেটে ছাত্রলীগ নেতার কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের ফের মাথার ডান পাশে ও বাম হাতে অস্ত্রোপচার করা হবে। 

শনিবার (২৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের  নার্গিসের বাবা মাসুক মিয়া এ তথ্য জানান। 

ধীরে ধীরে সুস্থ হওয়া নার্গিসের কথা তার বাবা মাসুক মিয়া বলেন, আগামী ৩ সপ্তাহ পর নার্গিসের মাথার ডান পাশে এবং বাম হাতে অস্ত্রোপচার করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। 

বর্তমানে খাদিজা আক্তার নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালের ১১২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে টানা কয়েক দফায় তার অস্ত্রোপচার হতে যাচ্ছে।