ধীরে ধীরে কথা বলতে পারছেন খাদিজা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৬, ১৬:২৫

অনলাইন ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগমের শারীরিক অবস্থা পূর্বের চেয়ে ভালো। এখন কথা বলতে পারছেন তিনি।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) তার বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন বলে জানান খাদিজার বাবা। এছাড়া তিনি বাবা-মাকে চিনতে পেরেছেন।

খাদিজার বর্তমান অবস্থা সম্পর্কে তার বাবা মাশুক মিয়া বলেন, ‘খাদিজা খুব আস্তে কথা বলেছে। আমি নিজে শুনেছি। আমার মনে হল ও আমাকে, ওর মাকে এবং আমাদের আত্মীয়স্বজনকেও চিনতে পারছে।’ 

মাশুক মিয়া আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, দু’চার দিনের মধ্যেই ওকে কেবিনে দিয়ে দেবেন। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর বদরুলের যাতে সর্বোচ্চ সাজা হয় আমি এটাই চাই। যাতে আর কোন বাবা মাকে এভাবে সন্তানের করুন অবস্থা দেখতে না হয়।’  
  
জানা গেছে, খাদিজা এখন হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে আছেন। তার শরীর থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্রপাতি ও খাওয়ানোর জন্য যন্ত্রপাতি খুলে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় হাই ডিপেনডেন্সি ইউনিট থেকে খাদিজাকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।