ধর্ষক সাইফুল গ্রেপ্তার
প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৬, ১২:৩৩
দিনাজপুর জেলার পার্বতীপুরে পাশবিক নির্যাতন চালিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় কাঠ ব্যবসায়ী ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "ধর্ষণের অভিযোগে সাইফুলের বিরুদ্ধে আক্রান্তের পরিবার মামলা করলে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি"।
এদিকে পাশবিকতার শিকার শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রংপুর থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে বলে মঙ্গলবার সকালে ফোনে জানিয়েছেন শিশুটির বাবা সুবল দাস।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের দোকানে চাটনি কিনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। দরিদ্র ঘরের একমাত্র সন্তান ৫ বছরের ওই ছোট্ট শিশুটির ওপর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী লম্পট সাইফুল ইসলামের। শিশুটিকে সে অপহরণ করে ১৮ ঘণ্টা আটকে রেখে চালায় পাশবিক নির্যাতন। এসময় সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় শিশুটির শরীরে। নির্যাতন করা হয় মুখমণ্ডলসহ সারা শরীরে। পরে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রাখা হয় বাড়ি সংলগ্ন হলুদ ক্ষেতে।
পর দিন বুধবার ভোররাতে বাড়ি সংলগ্ন একটি হলুদ ক্ষেত থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে তার জ্ঞান ফিরলে তার কথামতো এলাকার মৃত জহির উদ্দীনের ছেলে কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলামকে শনাক্ত করা হয়।