স্কুলশিক্ষিকাকে পিটিয়ে হত্যা করল স্বামী
প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৬, ১২:৩৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৬, ১৩:৪৩
সাভারে এক শিক্ষিকাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শিক্ষিকার নাম আছমা আফরিন মিতু (২৮)। এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর সিটি লেন এলাকায় নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
দিনকয়েক আগে আছমা তাঁর স্বামীকে নিয়ে বাবার বাড়ি আনন্দপুর এলাকায় বেড়াতে আসেন। এরপর সোমবার (২৪ অক্টোবর) রাতে পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতেই আছমাকে পিটিয়ে হত্যা করেন স্বামী মুরাদ। এরপর ওই শিক্ষিকার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাঁকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিল না। পরে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা আছমাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এরপর সাভার মডেল থানা পুলিশ নিহত স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান বলেন হত্যাকাণ্ডের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।