স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, গ্রেপ্তার ৩
প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৬, ০১:৫৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৬, ১৩:০৪
যশোর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণ ও এর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- অভিযুক্ত মুরাদের মা নূরজাহান, রাসেল ও ইসরাফিল।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল আসামি মুরাদকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৮ অক্টোবর সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে প্রতিবেশি মুরাদ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সেই সময় মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করা হয়। পরে ওই ভিডিও চিত্র ইসরাফিল ও ফাতেমা নামে দুই জনের সহযোগিতায় ইন্টারনেটে ছড়িয়ে দেয় মুরাদ। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক করা হয়। কিন্তু ধর্ষণের শিকার পরিবার বিচার না পেয়ে রবিবার সন্ধ্যায় থানায় মামলা করে।
মামলায় কয়েকজন গ্রাম্য মাতব্বরকেও আসামি করা হয়েছে।