যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৬, ০১:৩৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৬, ১২:৪৪

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের উলিপুরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার গৃহবধু লাভলী বেগম (২১) চিকিৎসা শেষে দেড় মাসের শিশু কন্যাকে নিয়ে বর্তমানে বাবার বাড়ি আছে।

জানা যায়, উপজেলার উমানন্দ কুটিপাড়া গ্রামের দরিদ্র লাল মিয়ার মেয়ে লাভলী বেগমের সঙ্গে পাশ্ববর্তী রামদাস ধনিরাম গ্রামের ছমছেল হকের ছেলে নুর আলমের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে লোভী বাবা-মায়ের পরামর্শে নুর আলম তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রায় সময় অমানুষিক নির্যাতন করে, বাবার বাড়িতে পাঠিয়ে ১ লাখ টাকা আনতে বলে। লাভলীর দরিদ্র পিতা টাকা দিতে অপারগ হলে লাভলীর উপর নেমে আসে পৈশাচিক নির্যাতন। ঘটনার দিন ১২ অক্টোবর (বুধবার) লাভলীকে নুর আলম ও তার বাবা-মা মিলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে দেয়। এ খবর জানতে পেরে লাল মিয়া মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

পরে লাভলী নিজে বাদি হয়ে নুর আলমসহ ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় একটি মামলা দায়ের করলে নুর আলমকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় ।