এখনো কথা বলতে পারছেন না খাদিজা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৬, ১৪:২৬

অনলাইন ডেস্ক

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দু’তিন দিনের মধ্যে কেবিনে দেওয়া হতে পারে। শনিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে এসব তথ্য জানান খাদিজার বাবা মাসুক মিয়া।

সে কথা বলতে পারছে না। ডাক দিলে তাকিয়ে থাকে। চিকিৎসকরা জানিয়েছে, কথা বলতে সময় লাগবে।

তিনি আরো জানান, শনিবার সকালে নার্গিসকে কিছু সময় হুইল চেয়ারে বসিয়ে ঘুরানো হয়েছে। এরপর তাকে জেলি, কেক, পানি ও  জুস খাওয়ানো হয়।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা.মির্জা নাজিম উদ্দিন বলেন, নার্গিস প্রতিদিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। তবে তার মাথায় আঘাত গুরুতর, তাই কথা বলা সময়ের ব্যাপার।