চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে হত্যার প্রতিবাদ
প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৬, ১৬:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৬, ১৬:৩২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ড মর্দানা ও বিরামপুর এলাকার আইন শৃঙ্খলার বিঘ্নতা সৃষ্টিকারী এবং প্রতিবন্ধী জান্নাতুনের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মর্দনা ও বিরামপুর এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আফরোজ মিয়া, শিক্ষক ইকবাল হোসেন, রেজাউল করিম, সমাজসেবক রেজাউল করিম, আনিসুর রহমান, তৌফিকুল ইসলাম সেন্টু মিয়া প্রমূখ।
মানববন্ধনে এলাকার কয়েকশত নারী ও পুরুষ অংশ নেন। বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতিবন্ধী জান্নাতুনের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার ও সেখানে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনেরও দাবি জানান।
বক্তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, বোমাবাজীও লুটপাটসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা অবগত হলেও তাঁরা নিরীহ মানুষদের ধরে হয়রানী করছে।
প্রতিবন্ধী তরুণী জান্নাতুনের(২৩) মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, ১৬ অক্টোবর সকালে মর্দানা এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, এঘটনায় পরদিন সোমবার ১৭ অক্টোবর শিবগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(৩) ধারায় (ধর্ষণ ও হত্যা) মামলা করেন জান্নাতুনের পিতা মো.আলম। এরপর মামলার ২নং আসামী ঐ এলাকার মো. তৈাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবে। মামলার তদন্ত কর্মকর্তা হয়েছেন পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন।
উল্লেখ্য, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত কয়েক বছরে দুটি পক্ষের সংঘর্ষের জেরে হত্যাসহ একাধিক সহিংস ঘটনা ঘটেছে।