মালিবাগে তেল-গ্যাস রক্ষা কমিটির মিছিলে পুলিশের বাধা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৬, ১৬:১০

অনলাইন ডেস্ক

রাজধানীর মালিবাগে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা দেড়টার দিকে মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ জানান, জাতীয় প্রেসক্লাব থেকে তেল-গ্যাস খনিজ সম্পদ কমিটি মিছিল নিয়ে গুলশানে ভারতীয় হাইকমিশনের দিকে যাচ্ছিলো। মিছিলটি মালিবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। তারা বাধা অতিক্রম করে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে রওয়ানা দেন আন্দোলনকারীরা।