১০দিনের রিমান্ডে নব্য জেএমবি’র অর্থদাতার স্ত্রী
প্রকাশ | ১১ অক্টোবর ২০১৬, ২১:০১
আশুলিয়ার গাজীরচট বসুন্ধরাটেক এলাকায় র্যাবের অভিযান চলাকালে পালাতে গিয়ে বহুতল ভবনের উপর থেকে পড়ে গিয়ে নিহত নব্য জেএমবি’র অর্থদাতা আব্দুর রহমান আইনুল হকের স্ত্রী শাহানাজ আক্তার রুমির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডের বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, রুমির বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া প্রথম মামলার ৫ দিনের রিমান্ড শেষ হলে দ্বিতীয় মামলার পরবর্তী ৫ দিনের রিমান্ড শুরু হবে এবং স্বজনদের পক্ষ থেকে তিন শিশুর জন্য কোন যোগাযোগ না করায় আদালতের মাধ্যমে তাদের সেফ হোমে পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্তির প্রমাণ পাওয়ায় রবিবার (০৯ অক্টোবর) রাতে র্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নব্য জেএমবি’র অর্থদাতা আব্দুর রহমান বা আইনুল হকের স্ত্রী শাহানাজ আক্তার রুমিকে সোমবার (১০ অক্টোবর) দুপুরের পর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে তিন শিশু সন্তানকেও আদালতে উপস্থিত করা হয়।