পুলিশের হস্তক্ষেপে বরগুনায় বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৬, ১৪:৩৪

অনলাইন ডেস্ক

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মোসা. রাজিয়া (১৩) নামে এক স্কুলছাত্রী।

শুক্রবার (০৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজিয়া কদমতলা গ্রামের রাজা সিকদারের মেয়ে। সে পুরাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকেলে রাজিয়ার আমতলী উপজেলার আলাউদ্দিন আকনের ছেলে মিরাজের (৩০) সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। 

বিষয়টি থানা পুলিশ জানতে পেরে বিয়ে বাড়িতে গিয়ে আয়োজন বন্ধ করে দেয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। তবে, পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই বরপক্ষ পালিয়ে যান।