মিতুর খুনিকে ধরিয়ে দিলে ৫ লক্ষ টাকা

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৬, ১৮:৩২

অনলাইন ডেস্ক

মিতু হত্যার ঘটনার আসামী কামরুল সিকদার ওরফে মুছার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। একইসাথে মুছা যেন কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারে সেজন্য সারা দেশের সব নৌ-বিমান ও স্থলবন্দরে নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো.ইকবাল বাহার এ ঘোষণা দেন।

তিনি আরো জানান, মিতু হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মুছার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বাবুল আক্তার এ মামলার বাদী উল্লেখ করে পুলিশ কমিশনার জানান, তদন্ত কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে কোনো তথ্যের জন্য বাবুল আক্তারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হবে।

অপরদিকে, গত ২২ জুন বন্দর থানা এলাকা থেকে মুছাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে বারবার দাবি করেছেন তার স্ত্রী পান্না আক্তার। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কমিশনার বলেন, মুছাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মুছার স্ত্রী যদি এমন দাবি করে থাকেন, তবে তাকেই সেটা প্রমাণ করতে হবে।