রাজধানীতে স্মার্টকার্ড সংগ্রহের সময় ও স্থান
প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৬, ০৩:২৬
পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পের অংশ হিসেবে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা ও কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় স্মার্টকার্ড বিতরণ কাজ শুরু করেছে ইসি। তবে এই কার্যক্রম সম্পর্কে যথাযথ তথ্য না জানার কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে।
ভোগান্তি এড়াতে জেনে নিন, রাজধানীতে কখন কোথা থেকে আর কীভাবেই বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।
স্মার্টকার্ড বিতরণের প্রথম পর্যায়ে রমনার ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিকদের স্মার্টকার্ড বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পাওয়া যাবে।
এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ডের নাগরিকরা সেগুনবাগিচা হাই স্কুল কেন্দ্র, ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। উত্তরার ১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের স্মার্টকার্ড উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে।
এর পরও যারা নির্ধারিত সময়ে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন না, তাঁরা ওই এলাকায় কার্ড বিতরণ শেষে থানা নির্বাচন অফিস থেকে তা সংগ্রহ করতে পারবেন।
বিতরণ কার্যক্রমের প্রথম দিন সোমবার (৩ অক্টোবর) রমনা থানার বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ১৯ নম্বর ওয়ার্ডের কাকরাইল (রমনা অংশ), ডিআইডি কলোনি, নিউ বেইলি রোডে, কাকরাইল (মতিঝিল অংশের) এবং উত্তরা থানার ১ নম্বর ওয়ার্ডে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তরা মডেল টাউন সেক্টর-১ ও ২ এলাকার বাসিন্দারা পেয়েছেন স্মার্টকার্ড।
এছাড়া মঙ্গলবার (০৪ অক্টোবর) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার ইস্কাটন গার্ডেন রোড ও কাকরাইলের বাকি অংশ এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সেক্টর-১০, রানাভোলা (ডিসিসি অংশ) এলাকার বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে।
৫ অক্টোবর
সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার বেইলি স্কয়ার ও বেইলি রোড, মগবাজার ইস্পাহানী কলোনি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাদশারটেক, দলিলপাড়া (ডিসিসি অংশ), আহালিয়া (ডিসিসি অংশ) বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
৬ অক্টোবর
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে রমনা এলাকার পশ্চিম মালিবাগ, মিন্টো রোড আমিনাবাদ কলোনি ও ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট, পশ্চিম মালিবাগ এবং উত্তরা মডেল টাউনের ৮ নম্বর সেক্টরের বাসিন্দারা পাবেন নিজেদের স্মার্টকার্ড।
৭ অক্টোবর
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে রমনা এলাকার নিউ ইস্কাটন রোড ও সার্কিট হাউস রোড এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (সব পুরুষ) বাসিন্দারা কার্ড পাবেন।
৮ অক্টোবর
স্মার্টকার্ড পাবেন মগবাজার এলিফ্যান্ট রোড এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (সব নারী) বাসিন্দারা।
৯ অক্টোবর
সিদ্ধেশ্বরী রোড ও লেনের নারী এবং উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরের সব পুরুষ স্মার্টকার্ড পাবেন।
১০ অক্টোবর
সিদ্ধেশ্বরী রোড ও লেনের পুরুষ এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৬ (সব নারী) অধিবাসীর মধ্যে কার্ড বিতরণ করা হবে।