ডিমলায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ২৭ মে ২০১৬, ২০:৫৬

জাগরণীয়া ডেস্ক

দুই সন্তানের জননী মনিরা বেগমকে (২৫) হত্যার অভিযোগ বৃহস্পতিবার রাতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আদালতে ঘটনার রহস্য উদঘাটনে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রাম থেকে পুলিশ গৃহবধূ মনিরা বেগমের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। ঘটনার পর থেকে মোস্তাফিজুর (৪৫) পালাতক ছিলো।

এলাকাবাসীর অভিযোগ, মনিরার স্বামী পরকিয়া প্রেমে জড়িয়ে পড়লে মনিরা বাধা দিয়ে আসছিল। এতে মনিরাকে প্রায় মারধর করতো তার স্বামী। ওই নারীকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এ ঘটনার পর মোস্তাফিজুর তার স্ত্রী পুকুরে ডুবে মারা গেছে প্রচারণা চালালে এলাকাবাসী সন্দেহ হয়। ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে তার স্বামী পালিয়ে যায়।

লাশের ময়না তদন্তের রিপোর্টে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন পেয়ে তার চাচা মোজ্জামেল হক বাদি হয়ে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত