পুরান ঢাকায় দগ্ধ শিশুর মৃত্যু
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৫
অনলাইন ডেস্ক
পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর পুরান ঢাকার এক বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই বছর বয়সী সনজিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সানজিদার মৃত্যু হয়। তার শরীরের ৩৮ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
সানজিদার বাবা রেজাউল করিম (২৭), মা রানী (২২) ও বোন আনিকা (৩) একই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান পার্থ।
উল্লেখ্য, চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির মো. জাহাঙ্গীরের টিনশেড বাড়ির একটি কক্ষে গত বৃহস্পতিবার ভোরে আগুন লাগলে ওই পরিবারের চারজন দগ্ধ হয়।
বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।