মিরপুরে ভবন ধসে কিশোরীর মৃত্যু
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫১
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2016/09/27/image-2728.jpg)
রাজধানীর মিরপুরে ভবন ধসে নিশি আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে মিরপুর এক নম্বরের ভবঘুর এলাকায় নিশি তার নিজের টিনসেট ঘরে ঘুমিয়েছিল। এসময় পাশের বিল্ডিংয়ের সানসেট ভেঙ্গে তার শরীরের উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে নিশিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানি না। তবে খোঁজ খবর নিচ্ছি।