২০ টাকার জন্য জীবন দিলো মাদ্রাসাছাত্রী
প্রকাশ | ২৬ মে ২০১৬, ১৩:৪৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মায়ের কাছে ২০ টাকার বায়না ধরে না পেয়ে অভিমানে এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ফারজানা খাতুন (১৪) শাখাহার ইউনিয়নের পশ্চিম দইহারা গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে স্থানীয় রায়ভঙ্গি ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
মৃতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বুধবার (২৫ মে) রাতে সকালে মাদ্রাসা যাওয়ার সময় ফারজানা তার মায়ের কাছে ২০ টাকার আবদার করে। কিন্তু তার মা তাকে টাকা দিতে রাজি না হলে এনিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। বিকেলে অভিমানে বাড়ির সকলের অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি থানায় জানানো হয়।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।