বজ্রপাতে একই পরিবারের ৭ জন আহত

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৩

অনলাইন ডেস্ক

বজ্রপাতে একই পরিবারের ৭ জন আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কুটিরপাড় এলাকায়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুটিরপাড় গ্রামের আব্দুল হাই (৫০), তার স্ত্রী ওজেনা বেগম (৪২), ছেলে এজিয়ার রহমান (২৮), রবিউল ইসলাম (১২), মেয়ে শেফালী বেগম (৯), নাতনী  নাহিদা আক্তার (৭) ও নাতি নীরব (৩)।
 
স্থানীয় সূত্র জানায় ঘটনার সময় আব্দুল হাইয়ের পরিবারের সবাই বাড়িতে নিজ নিজ ঘরের ভিতর ছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ওই বাড়ির ৭ জন আহত হন। এতে একটি গরুও মারা যায়। 
 
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।