আজিমপুরে জঙ্গিদের সাথে পুলিশের গোলাগুলি, আটক ৩

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:১১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৯

অনলাইন ডেস্ক

রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে জঙ্গিদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে মিরপুরের ৪ তলা ঐ ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। এসময় বাসার ভেতর থেকে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি করে। 

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিডিআর-২ নম্বর গেইটের কাছে ওই বাসায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিস্ক্রিয়কারী দলের অভিযান চলছিল। 

অভিযানের সময় পুলিশকে ছুরিকাঘাত করে জঙ্গিদের মধ্যে থাকা এক নারীকে দৌঁড়ে যেতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের গুলিতে সে আহত হলে তাকে আটক করা হয়।  

শনিবার রাতে এ ঘটনায় আহত ঐ নারী সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। আহত ঐ নারীর নাম শারমিন বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। বর্তমানে ঢাকা মেডিকেলে তার অপারেশন চলছে।

এই ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫ জন আহত হয়েছেন। আহত পাঁচ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সেখানে দায়িত্বরত র‌্যাবের ল্যান্স নায়েক জাহিদ জানিয়েছেন।