টঙ্গীর বিস্ফোরণ তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৯

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামে ফয়েল প্যাকেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার সকালে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তদন্ত কমিটি গঠনের এ তথ্য জানান জেলা প্রশাসক এস এম আলম।

জেলা প্রশাসক বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে এডিএম রাহেদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার ভোর ৬টায় কাজ চলার সময় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ধসে পড়ছে কারখানার পাঁচতলা ভবনটি। বিস্ফোরণে বেলা ১১টা পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।