নব্য জেএমবির সন্দেহে ২ দম্পতি আটক
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৫ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৯
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুই দম্পতিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে র্যাব ২ তাদের আটক করেছে বলে জানিয়ে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, আটক দম্পতি বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতদের পরিচয় বা ঘটনার বিষয়ে তাৎক্ষনিকভাবে বিস্তারিত তথ্য জানা না গেলেও দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।