মেহেরপুরে নারী জ্বিনের বাদশাকে কারাদণ্ড
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৩
মেহেরপুরে জ্বিনের বাদশা সেজে প্রতারণার অভিযোগে কাবিরন নেছা (৪০) নামে এক নারীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন শহরের খন্দকার পাড়ায় কাবিরন নেছার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
প্রতারক কাবিরন নেছা মেহেরপুর শহরের খন্দকারপাড়া এলাকার নূরুল ইসলামের স্ত্রী।
ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, কাবিরন নেছা নামে এক নারী জ্বিনের বাদশা সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্থানীয় পুলিশের সহায়তায় শহরের খন্দকার পাড়ায় অভিযান চালিয়ে ওই নারীকে হাতেনাতে আটক করেন।
তিনি আরো জানান, কথিত জ্বিনের বাদশা কাবিরন নেছা দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা সেজে কবিরাজি চিকিৎসা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এলাকার প্রতারিত মানুষের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করা হয়।
বিচারক আরিফ হোসেন জানান, ১৮৬০ সালের দণ্ডবিধি ২৭৬ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।