‘জঙ্গি সোহেল গুলশান হামলায় গ্রেনেড সরবরাহকারী’
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১১
গুলশান হামলায় সোহেল মাহফুজ নামের এক জঙ্গি গ্রেনেড সরবরাহ করেছেন বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশান হামলার ঘটনায় আরও আগে থেকেই জঙ্গি হিসেবে চিহ্নিত সোহেল মাহফুজ নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে কাউন্টার টেরোরিজমের ইউনিট।
সোহেল জেএমবির পুরনো ধারার একজন শীর্ষ সদস্য। তবে সোহেল মাহফুজ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো সোহেল মাহফুজ সরবরাহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে। তিনি জেএমবির পুরাতন ধারার সঙ্গে যুক্ত ছিলেন। ‘নিউ জেএমবি’ নামে জঙ্গিরা যেই নতুন তৎপরতা শুরু হয়েছে। এই তৎপরতার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।