জুমার নামাজ শেষে মন্দিরে হামলা
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫১
জুমার নামাজ শেষে সংঙ্গবদ্ধ হয়ে সিলেটে কাজলশাহ এলাকায় অবস্থিত ইস্কন মন্দিরে হামলা চালিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (২ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কাজলশাহ জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে নিয়মিত পূজা-অর্চণা অনুষ্ঠান চলছিলো ইস্কন মন্দিরে। মসজিদ ও মন্দিরের অবস্থান কাছাকাছি হওয়াতে বাদ্যযন্ত্রের শব্দ মসজিদের ভেতর পর্যন্ত পৌঁছায়। এতে ক্ষিপ্ত হন নামাজে আগত কয়েকজন মুসল্লি।
নামাজ শেষে বেরিয়ে এসে তারা ইস্কন মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। সাথে যোগ দেন অন্য মুসল্লিরাও। ইস্কন মন্দিরের ফটক বন্ধ করে দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন পূজারীরা। এরপর তারাও ভেতর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুসল্লিরা এখনো থেমে থেমে হামলা চালাচ্ছে। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়ছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ১০ জনকে।