এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড গাঁওদিয়া
প্রকাশ | ২১ আগস্ট ২০১৬, ১৬:১৪
এক মিনিটের টর্নেডো লণ্ডভণ্ড করে দিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রাম। এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়ি। টর্নেডোয় গাঁদিয়া বাজারে প্রায় ৫০টি দোকান এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে এই টর্নেডো আঘাত হানে। কিছু বুঝে উঠার আগেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বাস্থ্য সহকারী কাজী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, এই সময় তিনি গাঁওদিয়া বাজারে তার কাজী ফার্মেসীতে ছিলেন। টর্নেডো এটিও উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া মাছ বাজার ও আজিজ মাস্টারের মার্কেটসহ বাজারের কমপক্ষে ৫০ দোকান লণ্ডভণ্ড হয়ে যায়।
তিনি জানান, এই টনের্ডোতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নিজে এপর্যন্ত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।